অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় আহত ৬

ওয়েলিংটন, ০৩ আগস্ট – নিউজিল্যান্ডের পুলিশ ‘সন্ত্রাসী হামলা’র ঘটনায় এক হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার বিকেলে দেশটির অকল্যান্ড শহরে ওই হামলাকারী ছুরি নিয়ে অন্তত ছয়জনকে আঘাত করে আহত করেছেন।

খবরে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন। হামলাকারী শ্রীলঙ্কান বংশদ্ভূত বলে জানা গেছে। তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

জেসিন্ডা বলেন, লোকটি জঙ্গি গোষ্ঠি আইএস (ইসলামিক স্ট্যাট) দ্বারা অনুপ্রাণিত বলে ধারণা করা হচ্ছে। হামলার এক মিনিটের মধ্যেই পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ যা ঘটলো, তা বর্ণনাতীত। এটা নিন্দনীয় এবং এটা অপরাধ।’ তিনি বলেন, ‘এটা এক ব্যক্তি ঘটিয়েছেন, কোনো বিশ্বাস ঘটনায়নি।’

অকল্যান্ডের লিনমলের কাউন্টডাউন সুপারমার্কেটে এ হামলাটি ঘটে। হামলাকারী এক দোকান থেকে একটি বড় ছুরি নিয়ে এলোপাথারিভাবে লোকজনকে আঘাত করতে থাকেন। এক প্রত্যক্ষদর্শী জানান, এতে সুপারমার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এদিকওদিক ছুটাছুটি শুরু করেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, আদালতের নির্দেশনা থাকায় লোকটির পরিচয় বিস্তারিত জানানো হচ্ছে না। তবে ২০১১ সালে তিনি নিউজিল্যান্ডে এসেছিলেন বলে জানা গেছে। ২০১৬ সাল থেকে তাকে নজরদারিতে রাখছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ আগস্ট

Back to top button