দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঢাকা, ০৩ সেপ্টেম্বর-মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্বাগতিক একাদশে কোনো পরিবর্তন নেই। উইনিং কম্বিনেশন ধরে রাখা হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে দুটি পরিবর্তন। জ্যাকব ডাফির জায়গায় আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে পেসার বেন সিয়ার্সের। এছাড়া ব্লেয়ার টিকনারের জায়গায় খেলছেন হামিশ বেনেট।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সেই ম্যাচে নিউজিল্যান্ড অল-আউট হয়েছিল মাত্র ৬০ রানে। যা টি-টোয়েন্টিতে কিউইদে সর্বনিম্ম স্কোর। এই সামান্য রান চেজ করতে বাংলাদেশেরও ১৫ ওভার লেগে। প্রশ্ন উঠেছে মিরপুরের উইকেট নিয়ে। সোশ্যাল সাইটের পাশাপাশি দেশীয় আর আন্তর্জাতিক মিডিয়ায় চলছে সমালোচনা।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দল : রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
সূত্রঃ কালের কণ্ঠ
আর আই