ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজারের বেশি করোনা আক্রান্ত
নয়াদিল্লী, ০৩ সেপ্টেম্বর- করোনার সংক্রমণে বিপর্যস্ত ভারতে গতকালের তুলনায় করোনা সংক্রমণের সংখ্যা কমেছে। এদিনে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লাখ ৩ হাজার ২৮৯ জন।
আক্রান্তের পাশাপাশি দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৮৮ এবং মহারাষ্ট্রে ৫৫ জনের মৃত্যু হয়েছে। বাকি সব রাজ্যে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক মৃত্যু।
টানা এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়াচ্ছে। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১০ হাজার ১৯৫। এর জেরে ফের চার লাখের দোরগোড়ায় পৌঁছে গেল সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জন।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই