সংগীত
এবার ‘অভিনয়’ নিয়ে আসছেন নোবেল
ঢাকা, ২৫ অক্টোবর- সবশেষ চলতি বছর জুনে ‘তামাশা’ শিরোনামে একটি গান প্রকাশ করেন সারেগামাপা’খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। গানটির প্রচার নিয়ে ওই সময় তৈরি হয় নানা বিতর্ক। কয়েক মাসের ব্যবধানে এবার আরও একটি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে যাচ্ছেন তিনি। নতুন গানের শিরোনাম ‘অভিনয়’। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন।
আরও পড়ুন: বাউল গান কারও একক সম্পত্তি নয় : শাওন
জানা গেছে, সাউন্ডটেকের ব্যানারে নতুন ২২টি গান প্রকাশ করবেন নোবেল। এ বিষয়ে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়। গানটি তারই একটি অংশ।
নোবেলের ‘অভিনয়’ গানটি প্রকাশ হবে শিল্পীর জন্মদিন আগামী ৭ নভেম্বর। সাউন্ডটেক সূত্রে এমনটাই জানা গেছে।
আর/০৮:১৪/২৫ অক্টোবর