চট্টগ্রাম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কমেছে মৃত্যু, শনাক্ত ১৪০

চট্টগ্রাম, ০৩ সেপ্টেম্বর – গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ২ জনের মধ্যে নগরের ১ জন আর বাকি ১ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ৬৯৩ জন নগরের আর ৫৪৬ জন উপজেলার বাসিন্দা।

এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৪০ জনের। এদের মধ্যে ৮১ জন নগরের আর ৫৯ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯ হাজার ৭৬৬ জনে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে ৭২ হাজার ৫০৫ জন নগরের আর ২৭ হাজার ২৬২ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ১৪০ জনের ফলাফল পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় ১৩ উপজেলায় শনাক্ত হয়েছে ৫৯ জন। তার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফটিকছড়ি উপজেলায়। যেখানে একদিনে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ সেপ্টেম্বর ২০২১

Back to top button