একদিনে চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ, ০৩ সেপ্টেম্বর – গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলাতে জেন-এক্সপার্টে ৭ জনের নমুনা পরিক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ। একই সময়ে করোনায় মারা গেছেন চারজন।
মৃত চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা। এদিনে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি হয়েছেন ১ জন ও ছাড়া পেয়েছেন ৩ জন।
ডা. জাহিদ আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৪২৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৭ জন।
বর্তমানে ১৭৪ জন করোনা চিকিৎসাধীন আছেন। করোনা ডেডিকেটেড ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬ জন ও ছাড়া পেয়েছেন ১ হাজার ৬২ জন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ সেপ্টেম্বর ২০২১