জানা-অজানা

করোনায় সাড়ে ১০ হাজার মৃত্যু, শনাক্ত পৌনে ৭ লাখ

গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। এ সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এতে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখের ঘর। অন্যদিকে মৃত্যু ছাড়িয়েছে ৪৫ লাখ ৫৫ হাজার।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৫৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ১৮০ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জনে।

এছাড়া, একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী কমেছে প্রায় সাড়ে তিন হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬১৬ জনে।

এম ইউ/০৩ সেপ্টেম্বর ২০২১

Back to top button