উত্তর আমেরিকা

ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ফের ফিলিস্তিন মিশন চালু করছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ০৩ সেপ্টেম্বর – ইসরায়েলের প্রবল আপত্তি সত্ত্বেও ফের ফিলিস্তিন মিশন চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মিশনটি চালুর ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে সিএনএন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড পশ্চিম জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য ওয়াশিংটনের কনস্যুলেট জেনারেল পুনরায় চালুর বিষয়টিকে একটি খারাপ ধারণা হিসেবে আখ্যায়িত করেছেন।

সাধারণভাবে জেরুজালেমের এই কনস্যুলেট জেনারেলকে ফিলিস্তিনিদের জন্য যুক্তরাষ্ট্রে কূটনীতির সদর দপ্তর হিসেবে বিবেচনা করা হয়। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি বন্ধ হয়ে যায়। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের ফের ফিলিস্তিন মিশন চালুর বিষয়ে কথা বলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড। তিনি বলেন, আমরা মনে করি এটি একটি খারাপ ধারণা। এ বিষয়ে ইসরায়েলের অবস্থান জানানো হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/০৩ সেপ্টেম্বর ২০২১

Back to top button