ক্রিকেট

অবশেষে জানা গেল কেন ‘পাইকারি বিক্রেতার’ ভূমিকায় সাকিব!

ঢাকা, ২৫ অক্টোবর- আর মাত্র ৪ দিন পরে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকেটে না থাকলেও গত এক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাকিবের একটি ছবি।

গত ২৫ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটারে ছবিটি পোস্ট করেন সাকিব। নিজেকে ‘বনেদি পাইকারি বিক্রেতা’ হিসেবে পরিচয় দেন।

সে সময় থেকেই নেট দুনিয়াসহ দেশব্যাপী অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন, পাইকারি বিক্রেতার সাজে সাকিব কি করছেন? কি বক্তব্য ছুড়ে দিতে চান দেশবাসীর উদ্দেশ্যে?

এবার জানা গেল ভাইরাল সেই ছবির পেছনের গল্প।

আরও পড়ুন:  প্রেসিডেন্টস কাপে কে পাবেন সেরার পুরস্কার?

মূলত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ এর জনসচেতনতামূলক এক বিজ্ঞাপনে পাইকারি বিক্রেতার বেশে হাজির হয়েছেন সাকিব।

বিজ্ঞাপনে বিনিয়োগকারীর সচেতনতা বাড়াতে যে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ সেটি তুলে ধরা হয়েছে।

ইতিমধ্যে বিজ্ঞাপনটি ফেসবুকের বিভিন্ন পেজে শেয়ার হচ্ছে। ইউটিউবে ছড়িয়ে পড়েছে এটি।

এতে সাকিবকে পাইকারি বিক্রেতার চরিত্রে দেখা গেছে।

ভিডিও দেখা যায়, অন্যের কথায় নিশ্চিত লাভের আশায় শেয়ার কিনতে আগ্রহী হন সাকিব। কোনো ঝুঁকি নেই এমন কথার ভিত্তিতে দোকান কর্মচারীকে সাকিব তার পণ্যগুলো দ্রুত বেচতে তাড়া দেন। দ্রুত বেশি বিনিয়োগ করতে ফোনে অন্যের কাছ থেকে ২০ লাখ টাকাও চান সাকিব। কিন্তু এক মাস পর সেই শেয়ারে লোকসানের খবর পান তিনি।

এরপর দেখা যায় সাকিব বার্তা দিচ্ছেন- ‘সব বিনিয়োগেই ঝুঁকি আছে। ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নিজে নিন। কারো কথায় বা গুজবের ভিত্তিতে নয়।’

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/২৫ অক্টোবর

Back to top button