ক্রিকেট

করোনা মুক্ত ফিন অ্যালেন, শক্তি বাড়ল নিউজিল্যান্ডের

ঢাকা, ০২ সেপ্টেম্বর- ইংল্যান্ডে অনুষ্ঠিত একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলে সোজা ঢাকা এসেছিলেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। ৩ দিন আগে ঢাকা এসে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করলেও রক্ষা হয়নি করোনা থেকে।

গত ২৪ আগস্ট নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় ফিন অ্যালেন ঢাকায় করোনা আক্রান্ত হয়েছেন। এরপর থেকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

প্রায় নয় দিন আইসোলেশনে থাকার পর আজ বৃহস্পতিবার কিউই ক্রিকেট থেকে জানানো হয়েছে, করোনা মুক্ত হয়েছেন ফিন অ্যালেন। তাই দলের সঙ্গে যোগ দিতে আর কোনও বাধা নেই।

অ্যালেনকে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল। কিউই কোচের অপেক্ষা মিরপুরে অ্যালেনের ব্যাটে ঝড় ওঠার।

“আমাদের জন্য দারুণ খবর। সে আগ্রাসী ব্যাটসম্যান এবং সংক্ষিপ্ত সংস্করণে তা বিশ্বজুড়েই দেখিয়েছে। এই কন্ডিশনে তাকে পেলে আমাদের ব্যাটিং লাইন আপে অনেক বারুদ যোগ হবে। সে আমাদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ। আশা করি, দ্রুতই আমরা তাকে পাব। অবশ্যই দলের বিবেচনায় আসবে সে। প্রশ্নটা স্রেফ হলো, কখন তাকে পাব। দেখতে হবে, শারীরিকভাবে কোন অবস্থায় আছে। এমনিতে সে ভালো আছে। স্রেফ তার অবস্থা বুঝে ঠিক করা হবে, কোন ম্যাচে খেলানো হবে।”

এদিকে অ্যালেনের করোনা আক্রান্তের খবরে পেসার ম্যাট হ্যানরিকে উড়িয়ে আনা হয় বাংলাদেশে। তিনিও ঢাকা এসে তিন দিনের কোয়ারেন্টিনে থেকেছেন, আজ শেষ দিন।

গতকাল ১ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচে কিউইরা ৭ উইকেটে হেরেছে টাইগারদের কাছে। প্রথমে ব্যাট করে নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অল-আউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ১৬ ওভারে ৩ উইকেট জারিয়ে জয় তুলে নেয়।

আগামীকাল শুক্রবার বিকাল ৪টা থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সূত্রঃ আরটিভি

আর আইই

Back to top button