বরিশাল

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬

বরিশাল, ০১ সেপ্টেম্বর- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। যাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। একই সময়ে ৮ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত মঙ্গলবার রাতের সবশেষ রিপোর্টে ১৪০ জনের নমূনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ৭ হাজার ৬১ রোগী। এদের মধ্যে ২ হাজার ২৫৮ জনের করোনা পজিটিভ ছিল।

ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৬১৭ জন। এদের মধ্যে পজিটিভ ছিল ১ হাজার ৮০৯ জন। ১ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪০৭ জন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

আর আই

Back to top button