ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল

ঢাকা, ০১ সেপ্টেম্বর- চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে নেই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। বুধবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

মূলত জিম্বাবুয়ে সফরে ওয়ানডের পর থেকে হাঁটুর চোটে মাঠের বাইরে রয়েছেন। এখন রিহ্যাব চলছে। তামিম বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ মূলত দীর্ঘদিন এই ফরম্যাটে না খেলা ও অনুশীলনের ঘাটতি। তামিম সর্বশেষ এই ফরম্যাটে খেলেছেন গত বছরের মার্চে।

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই আসর শুরু হবে আগামী ১৭ অক্টোবর। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামছে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর প্রথমে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে একই গ্রুপে থাকা স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। তার পরেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া খেলতে নামবে তার পরের দিন। প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল পরে জায়গা পাবে সুপার-১২ তে। এর পর মূল পর্ব শুরু ২৩ অক্টোবর।

সুত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button