এশিয়া

বিশ্বে করোনার টিকা দেওয়ার শীর্ষে সিঙ্গাপুর

সিঙ্গাপুর, ০১ সেপ্টেম্বর – সিঙ্গাপুর মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ প্রদান করেছে। দেশটির মোট জনসংখ্যা ৫.৭ মিলিয়ন। এ দেশটিই বর্তমানে বিশ্বে টিকা দেওয়ার হারের দিক থেকে সবার ওপরে অবস্থান করছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং রোববার ফেসবুক পোস্টে লিখেছেন- ‘আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি। আমাদের দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষ করোনার দুই ডোজই পেয়েছে। তার মানে করোনা নিয়ন্ত্রণে সিঙ্গাপুর আরও একধাপ এগিয়ে গেল।’

ক্ষুদ্র এই নগর-রাষ্ট্রটি টিকার পূর্ণাঙ্গ ডোজ দেয়ার হারের দিক থেকে এখন বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে। গত জানুয়ারিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে সিঙ্গাপুর। দেশটিতে বেশিরভাগ মানুষকে ফাইজার ও মডার্নার টিকা দেয়া হয়েছে।

শনিবার সিঙ্গাপুরে ১১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৭১ জন ও মারা গেছেন ৫৫ জন।

আগস্টের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছিলেন, ‘সিঙ্গাপুর যদি করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা কমিয়ে আনতে পারে, আমাদের স্বাস্থ্য খাত যদি চাপমুক্ত থাকতে পারে- তাহলে অর্থনীতি আরও উন্মুক্ত করে দেয়া হবে। সামাজিক কার্যক্রম স্বাভাবিক করা হবে ও কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ শুরু হবে।’

সূত্র: যুগান্তর
এম ইউ/০১ সেপ্টেম্বর ২০২১

Back to top button