ম্যান ইউর জন্য রোনালদোর হৃদয়ে বিশেষ স্থান
আজকের ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনতে হলে ফিরে যেতে হবে ২০০৩-০৯ সালের দিকে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়ে বিশ্বকে জানান দিয়েছিলেন যে বিশ্ব ফুটবলে রাজত্ব করতেই আসছেন তিনি। ওই ক্লাবে থাকতেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ব্যালন ডি’অরসহ অনেক পুরস্কার জিতেছিলেন তিনি।
ম্যান ইউতেই তারকা হয়ে উঠা পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়ে দেন তিনি। স্পেনের দলটির হয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। ২০১৮ সালে স্পেন ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান তিনি। সেখানেও দারুণ সময় কাটিয়ে আবারও ঘরের ছেলের মতো ম্যান ইউতেই ফেরেন তিনি।
রোনাদলোর ঘরে ফেরার মুহূর্ত উদযাপন করেছেন ইউনাইটেডের সাবেক বর্তমান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্নের পর নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে রোনালদো বললেন, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তার হৃদয়ে সব সময় বিশেষ স্থান রয়েছে।
তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটি ক্লাব যার জন্য আমার হৃদয়ে সব সময় বিশেষ স্থান রয়েছে। শুক্রবার থেকে আমি যে সমস্ত বার্তা পেয়েছি তাতে আমি অভিভূত হয়েছি।’
সূত্র : আমাদের সময়
এম এস, ৩১ আগস্ট