মন্ত্রীর ভুয়া এপিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২
ঢাকা, ৩১ আগস্ট – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের ভুয়া এপিএস পরিচয়দানকারী দুই সদস্যকে গ্রেফতার করেছে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
গ্রেফতাররা হলেন- আতিক হোসেন ওরফে জয় (২৪) ও মলি আক্তার ওরফে শান্তা চৌধুরী (২১)। তাদের গত বৃহস্পতিবার রাজশাহী মহানগরী এলাকার রাজপাড়া থানার ডাবতলা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশিদুজ্জামানের রমনা মডেল থানায় ডিজিটাল আইনে করা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখা সূত্রে জানা গেছে, আতিক হোসেন ওরফে জয় প্রতারণার উদ্দেশে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে তার স্ত্রীর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তির ছবি ব্যবহার করে। সে নিজেকে মন্ত্রীর এপিএস দাবি করে চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকজনের নিকট থেকে মোটা অংকের টাকা চাইতো। পলি আক্তার ওরফে শান্তা চৌধুরীও একইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করতো।
তারা দুজনেই অষ্টম শ্রেণি পাস। ২০১৯ সাল থেকে তারা প্রতারণার সঙ্গে জড়িত। আতিক হোসেন ওরফে জয়ের বিরুদ্ধে মাদক ও ডিজিটাল আইনে আগে আরও তিনটি মামলা রয়েছে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩১ আগস্ট