ক্রিকেট

সোহানও খুশি, মুশফিকও খুশি: রিয়াদ

ঢাকা, ৩১ আগস্ট – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছে মুশফিকুর রহিম। তার কিপিং নৈপুণ্যে অনেক ম্যাচ জিতেছে টিম-বাংলাদেশ, আবার তার কিপিং ব্যর্থতায় জেতা ম্যাচও হেরেছে টাইগাররা। তাই তাকে নিয়ে নানা সময় আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

তবে সদ্য সমাপ্ত অজিদের বিপক্ষে একাদশের বাইরে ছিলো মুশফিক। এসময় দলে সুযোগ পেয়ে যান নুরুল হাসান সোহান। সেই সিরিজে গ্লাভস হাতে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় আসেন সোহান।

ফলে টিম ম্যানেজমেন্ট দ্বিধায় পড়েছে- অদূর ভবিষ্যতে কিপিংয়ের দায়িত্ব পালন করবেন কে? এদিকে ৩০ আগস্ট বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ সোহান এবং পরের দুই ম্যাচ মুশফিক কিপিং করবেন। পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত করা হবে পঞ্চম ম্যাচে কে এই দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব ভাগাভাগির বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে ক্রিকেট অঙ্গনে। তবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য জানালেন, দায়িত্ব ভাগাভাগি নিয়ে মুশফিক বা সোহান অখুশি নন, বরং দুজনই খুশি।

মঙ্গলবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি। সবকিছু ঠিক আছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানিং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।

রিয়াদ আরও বলেন, কোনো অসুবিধা নেই। দুইজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ আগস্ট

Back to top button