জাতীয়

করোনামুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা, ২৫ অক্টোবর- করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মকবুল হোসেন জানান, গতকাল শনিবার (২৪ অক্টোবর) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তথ্যমন্ত্রী। আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে রিপোর্ট পাওয়া গেছে এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজ তিনি বাসায় ফিরতে পারবেন।’

আরও পড়ুন: ২০২১ সালের ছুটির তালিকা চূড়ান্ত

গত ১৬ অক্টোবর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৪ অক্টোবর

Back to top button