কুষ্টিয়া

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া, ৩১ আগস্ট – গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ৪৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩১ জন উপসর্গ নিয়ে মোট ৮০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরিক্ষা করে ৪৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৮ হাজার ৪৯ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯২ হাজার ৯ শত ৭৩ জন। রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৫ হাজার ৭৬ জন রোগী।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬ শত ৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ৮ শত ৩৪ জন রোগী। এখন পর্যন্ত জেলায় ৭২৪ জন রোগী মারা গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩১ আগস্ট ২০২১

Back to top button