দেশের সীমান্ত সুরক্ষিত, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: পাক সেনাপ্রধান
ইসলামাবাদ, ৩১ আগস্ট – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আশ্বস্ত করেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত এবং তার বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে ‘যেকোন’ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সোমবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) কাশ্মীরসহ অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের ব্রিফিংকালে জেনারেল বাজওয়া এ অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন।
জেনারেল বাজওয়ার বরাতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চল সীমান্ত ব্যবস্থাপনায় সময়োপযোগী পদক্ষেপের কারণে চ্যালেঞ্জ সত্বেও পাকিস্তানের সীমান্ত নিরাপদ এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তান দখলের পর ও প্রতিবেশী দেশে খোরাসান প্রদেশে (আইএসকেপি) তথাকথিত ইসলামিক স্টেট কর্তৃক সন্ত্রাসী হামলার পর এটি সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সংসদ সদস্যদের কাছে প্রথম নিরাপত্তা ব্রিফিং ছিল।
এর আগে মার্কিন সেনা প্রত্যাহার করার দুই সপ্তাহ আগে ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এর ফলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে আরব আমিরাতে পালিয়ে যান।
এদিকে গত রবিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাওর জেলায় আফগান-পাক সীমান্তের পাকিস্তানি এক সামরিক চেকপোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, হামলায় পোস্টে দায়িত্বরত দুই সৈন্য নিহত হন। অপরদিকে পাকিস্তানি সৈন্যদের পাল্টা হামলায় তিন বন্দুকধারী নিহত হয়েছে। তবে পাকিস্তানি সীমান্ত চেকপোস্টের সঙ্গে হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ৩১ আগস্ট