আফগানিস্তানে ফিরলেন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী
কাবুল, ৩০ আগস্ট – দীর্ঘদিন পর আফগানিস্তানে দেখা মিললো জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের একসময়ের বিশ্বস্ত অনুচর ডা. আমিন উল হককে। তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পরই নানগারহার প্রদেশে ফিরেছেন তিনি।
সাংবাদিক আদিত্য রাজ কাউল তার টুইটারে ভিডিও প্রকাশ করেছেন। দেখা গেছে, একটি সাদা গাড়িতে করে ফিরছেন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী। এ সময় অনেকেই তাকে স্বাগত জানান।
নানগারহার প্রদেশেই আমিন উল হকের বাড়ি। সাংবাদিক লিখেছেন, ‘তালেবান আফগানিস্তান দখল নেওয়ার পর দেশে ফিরলেন আমিন উল হক। তার সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার ঘনিষ্ঠতা রয়েছে’।
তার ফেরার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হতে দেখা গেছে। ২০১১ সালে মার্কিন বাহিনীর অভিযানে পাকিস্তানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর আর আফগানিস্তানে দেখা যায়নি আমিন উল হককে।
২০০৮ সালে পাকিস্তানে আটক হন তিনি। পরে ২০১১ সালে লালগালিচা সংবর্ধনা দিয়ে মুক্তি দেওয়া হয় তাকে। তালেবানের প্রিজনার কমিশনে কাজ করছেন তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/৩০ আগস্ট ২০২১