তামিমকে মাথা থেকে ঝেড়ে ফেলেছেন ডোমিঙ্গো!
ঢাকা, ৩০ আগস্ট – যে যাই ভাবুক আর যত সমালোচনাই হোক, ইতিহাস-পরিসংখ্যান বলছে, তামিম ইকবালই দেশের সফলতম ওপেনার। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই তিনি অন্যতম সফল ব্যাটসম্যান।
গত ৮-১০ বছর সব ফরম্যাটে বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের অন্যতম স্বার্থক রূপকার তামিম। দলের বেশিরভাগ জয়ে তার ছিল অগ্রণী ভূমিকা। তামিমের ব্যাটে রান মানেই বাংলাদেশের স্বস্তি।
কিন্তু সাম্প্রতিক সময় সেভাবে জাতীয় দলকে সার্ভিস দিতে পারছেন না তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। হাঁটুর ইনজুরিতে বিশ্রামে থাকায় অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই দেশের এক নম্বর ওপেনার।
কিন্তু কী আর করার! যেহেতু এখন তার সার্ভিস মিলছে না, তাই তামিমকে নিয়ে আপাতত ভাবতে নারাজ টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তামিমের না থাকায় শূন্যতাও অনুভব করছেন না তিনি। আজ (সোমবার) মুখ ফুটে সে কথা বলেও ফেলেছেন এ দক্ষিণ আফ্রিকান।
অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবালের ব্যাপারে আপনি কী ভাবছেন? ডোমিঙ্গোর কথা ঘুরিয়ে বললেন, ‘স্কোয়াডে এখন যে ১৯ ক্রিকেটার আছে, আমার যত মনোযোগ তাদের দিকেই। যখন তামিম ফিট হয়ে উঠবে, তখন তার কথা ভাবা যাবে। সত্যি বলতে আমি তার কথা খুব বেশি ভাবছিও না।’
সূত্র : জাগো নিউজ
এম এস, ৩০ আগস্ট