ক্রিকেট

সাকিবের চাওয়া, মন খুলে বিশ্বকাপে খেলুক বাংলাদেশ

ঢাকা, ৩০ আগস্ট – সবশেষ বৈশ্বিক আসরে সাকিব আল হাসান নিজেকে মেলে ধরেছিলেন রানের ফুলঝুরি ছুটিয়ে। সেবার অজানা এক ‘কিক’ তাকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়। দুই বছর পর আরেকটি বৈশ্বিক আসরে খেলতে যাচ্ছেন সাকিব।

এবার ফরম্যাটটা টি-টোয়েন্টি। এখানে ভালো ফল পেতে হলে দলগত নৈপুণ্যের বিকল্প নেই। তাইতো সাকিব সতীর্থদের মন খুলে খেলার পরামর্শ দিলেন। জানালেন, ফ্রি মাইন্ডে খেললে নিজেদের দিনে সেরা ফল পাবে টিম বাংলাদেশ।

রোববার রাতে অনলাইন প্ল্যাটফর্ম দারাজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল। সবগুলো দলের আসলে সমান সুযোগ থাকে। কোন ভুল করলে ফিরে আসার সময়টা খুব কম। টি-টোয়েন্টিতে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। চেষ্টা থাকবে যেন আমরা ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলতে পারি । ভালো একটা টুর্নামেন্ট যেন শেষ করতে পারি। আমি আসলে এখনো কোন লক্ষ্য ঠিক করিনি। কিংবা করতেও চাই না। আমি চাই আমাদের দল মন খুলে খেলুক। যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করুক, তাহলে হয়তো দলগত জায়গা থেকে অনেক দূর যেতে পারবো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব খেলে মূল আসরে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। প্রথম পর্বে ওমানে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড। সাকিবের বিশ্বাস,‘আমাদের কোয়ালিফায়ার খেলতে হবে। এটা আমাদের ভালো ভাবেই উৎরে যাওয়া উচিত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলি আসরে খেলেছেন সাকিব। বাংলাদেশের সুপারস্টার জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৮৪ ম্যাচ। কোথায় গিয়ে থামবেন বিশ্বসেরা অলরাউন্ডার? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘যত দিন আমার মন চাইবে। এখনো সিদ্ধান্ত নিইনি।‘

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ৩০ আগস্ট

Back to top button