বগুড়া

বগুড়ায় করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু

বগুড়া, ৩০ আগস্ট- বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় পাঁচজন আর উপসর্গে একজনের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বগুড়ার চারজন। তারা হলেন- শাজাহানপুরের রেহেনা (৬২), শেরপুরের আলেয়া (৭০), দুপচাঁচিয়ার রাজিয়া বেগম (৪৫) এবং সদরের নিলুফা (৭০)। এছাড়া বাকি একজন অন্য জেলার।

সোমবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৯ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন ও এন্টিজেন পরীক্ষায় ৪জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়েছে। মোট ২৪৪টি নমুনার ফলাফল ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত এসেছে।

সোমবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২০,৯৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,১০৮ জন। মৃত্যু ৬৭১ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button