আজ বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
যশোর, ৩০ আগস্ট- সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন আজ সোমবার। এ কারণে ভারত এবং বাংলাদেশে চলছে সরকারি ছুটি। সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে আমদানি ও রফতানি কাযর্ক্রম সকাল থেকে বন্ধ রয়েছে।
ভারত থেকে আমদানি পণ্যবাহী কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি কিংবা বাংলাদেশ থেকে কোন পণ্যবাহী রফতানি ট্রাক ছেড়ে যায়নি পেট্রাপোল বন্দরে।
ভারতে পেট্রাপোল কাষ্টমস সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বরাত দিয়ে বেনাপোল সিএন্ডএফ কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে সরকারি ছুটির কারণে পেট্রাপোল কাষ্টমস এবং বন্দরের সকল দপ্তর বন্ধ রয়েছে ফলে সকাল থেকে কোন মালামাল ভারত থেকে বেনাপোল বন্দরে আসেনি। অনুরুপ বাংলাদেশ থেকেও কোন পণ্য ভারতে যায়নি। আগামীকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই