ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ২৩

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে নৌকা ডুবির ঘটনায় জামিলা বেগম (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

রোববার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এতথ্য নিশ্চিত করেছেন।

মৃত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী।

জামিলা শুক্রবার নৌকা ডুবে মারা গেলেও আজ সরকারিভাবে তার নামের তালিকা প্রকাশ পায়।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জামিলা বেগমের পরিবার ২০ হাজার টাকার সহায়তা পাওয়ার জন্য নাম তালিকায় তুললে আমরা নাম জানতে পারি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে জেলা সদরের উদ্দেশে যাত্রীবাহী নৌকাটি রওনা হয়। সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নে তিতাস নদ সংলগ্ন লইস্কা বিলে বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৯ আগস্ট ২০২১

Back to top button