দক্ষিণ এশিয়া

মার্কিন সেনাদের গুলিতেও বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন

কাবুল, ২৯ আগস্ট – আফগানিস্তানের কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণের সময় সৃষ্ট গোলযোগের ভেতরে বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে মার্কিন সেনারা। এতে বহু মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের সবাই আত্মঘাতী বোমা হামলায় নিহত হননি।

নিহত এক ব্যক্তির ভাই বলেন, “আমার ভাই ও তার স্ত্রী গুলিতে মারা গেছেন।”

খবরে আরও বলা হয়েছে, ঐদিন নিহত আরেক ব্যক্তির মাথায় একটি গুলির আঘাতের ক্ষত পাওয়া গেছে। তিনি মার্কিন বাহিনীর সাথেই কাজ করতেন। এছাড়া তার দেহের কোথাও কোনো ক্ষত পাওয়া যায় নি।

এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ের মধ্যে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৮০ জন নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৯ আগস্ট ২০২১

Back to top button