হাইকোর্টে পরীমণির রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ
ঢাকা, ২৯ আগস্ট – মাদক মামলায় গ্রেপ্তারের পর চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে তিন দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা প্রশ্নে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রোববার এ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে এই আবেদন করা হয়।
আদালত জানিয়েছেন, আগের আবেদনের রুল রিটার্ন (শুনানির জন্য) হয়ে আসুক, পরে দেখব। আদালতে এ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরীন।
গত ২২ আগষ্ট নায়িকা পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য রাখেন। পরদিন অপর একটি আবেদনে ‘দ্রুত শুনানির’ আর্জি জানানো হলেও ওই আবেদনটি আমলে নেয়নি ওই আদালত।
মহানগর দায়রা জজ আদালতের ২২ আগস্টের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে আবেদন করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান। পাশাপাশি পরীমণির জামিনও চাওয়া হয়। পরদিন ওই আবেদনের শুনানিতে পরীমনির জামিন আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশে উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট।
একই সঙ্গে পরীমণির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একইসঙ্গে ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৪ আগস্ট বিকেলে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যা ব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন র্যা ব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
সূত্র : সমকাল
এন এইচ, ২৯ আগস্ট