হাসপাতালে রবীন্দ্র জাদেজা
লন্ডন, ২৯ আগস্ট – হেডিংলিতে তৃতীয় টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। ইনিংস ও ৭৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ভারতীয় ব্যাটিং লাইনআপের আত্মসমর্পণ নিয়ে সমালোচনার ঝড় ক্রিকেট বিশ্বে। হারের ফলে হতাশ ভারতীয় ক্রিকেট দলও।
কিন্তু এরইমধ্যে ভারতীয় শিবিরে দুশ্চিন্তা সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে। হেডিংলিতে তৃতীয় টেস্টের শেষেই হাসপাতালে ভর্তি করতে হল রবীন্দ্র জাদেজাকে।
তৃতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোঁট পেয়েছেন জাদেজা। আর তাই কোনো ঝুঁকি না নেয়ার জন্য ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হয়ে এই ক্রিকেট তারকাকে। এখনও হাসপাতালেই অবস্থান করছেন তিনি। সেখানে তার পায়ের স্ক্যান করা হবে। চোট কতটা গুরুতর সেটি অবশ্য এখনই জানা যাচ্ছে না। স্ক্যানের ফল হাতে পেলেই সেই উত্তর মিলব।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের নিজের অ্যাকাউন্টে একটি স্টোরি দেন রবিন্দ্রো জাদেজা। সেখানে তিনি হাসপাতাল থেকে তোলা ছবি পোস্ট করেন। আর তাতে লেখেন, ‘এটা মোটেও ভালো জায়গা নয়।’
সূত্র : সমকাল
এন এইচ, ২৯ আগস্ট