উত্তর আমেরিকা

ফের কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে : বাইডেন

ওয়াশিংটন, ২৯ আগস্ট – কাবুল বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ রোববার এই হামলা হতে পারে-এমন তথ্য মার্কিন সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে মার্কিন বাহিনীর কাছে। তাই আফগান ভূখণ্ডে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাবুল বিমানবন্দরে ফের হামলার হুমকিসহ দেশটির সার্বিক পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা আমাকে জানিয়েছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে ফের হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।’

এদিকে, তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর এখনও প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তারা ইতোমধ্যেই কাবুল ছেড়ে গেছেন। সেখান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে একসঙ্গে কাজ করে যাচ্ছে ন্যাটোসহ ইউরোপের নানা দেশ।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৯ আগস্ট

Back to top button