দক্ষিণ আমেরিকা

প্রত্যেক নাগরিকের রাইফেল কেনা দরকার: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাসিলিয়া, ২৯ আগস্ট – ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো আবারও বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনার জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের একটি করে রাইফেল কেনা দরকার।

গতকাল শুক্রবার অস্ত্র ক্রয় সংক্রান্ত আইন পরিবর্তন বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমনটা জানান। বোলসোনারো আরও বলেন, হাতে অস্ত্র থাকলে আপনার ওপর কেউ আধিপত্য দেখাতে পারবে না।

তিনি বলেন, জানি অস্ত্র ক্রয় ও বহন বেশ ব্যয় বহুল। অনেক নির্বোধ আছে, যারা বলবে অস্ত্র নয়-শস্য কিনুন। নিজেরা কিনতে চান না ঠিক আছে, যারা কিনতে চায় তাদের বিষয়ে ঘ্যানঘ্যান করা বন্ধ করুন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ২৯ আগস্ট

Back to top button