হকি সংগঠক আনভির আদেল আর নেই
ঢাকা, ২৯ আগস্ট – বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক আনভির আদেল খান বাবু (৬৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয়েছিল তার। শারীরিক আরও জটিলতায় ভুগছিলেন তিনি। ওপেন হার্ট সার্জারি করার পর আইসিইউতে ছিলেন। আজ দুপুর তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
আশির দশকে আনভীর আদিল দাপটের সঙ্গে হকি খেলেছেন। তিনি মোহামেডান, আবাহনীসহ বেশ কয়েটি ক্লাবের হয়ে ঘরোয়া হকি খেলেছেন। ১৯৭৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের গোলরক্ষক ছিলেন আনভীর আদিল। ১৯৮২ পর্যন্ত জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি।
অবসরের পর সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাহফে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৯ আগস্ট