দক্ষিণ এশিয়া

আফগান নারী স্বাস্থ্যকর্মীরা ফিরতে পারবেন কাজে

কাবুল, ২৮ আগস্ট – স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত সব আফগান নারী কাজে ফিরতে পারেন বলে ঘোষণা দিয়েছে তালেবান যোদ্ধারা। শুক্রবার তালেবানের একজন মুখপাত্র এক বিবৃতিতে সব নারী স্বাস্থ্যকর্মীকে কর্মস্থলে ফেরার আহবান জানান। খবর রয়টার্সের

২০০১ সালের আগে আফগানিস্তানে নারীদের ঘরের বাইরে কাজ করার অনুমতি ছিল না। তালেবান ফের দেশটি নিয়ন্ত্রণে নেওয়ার পর অনেক জায়গাতেই নারীদের কর্মস্থলে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। আবার কোথাও কোথাও কাজে যাওয়ার পর তাদেরকে বাড়িতে ফিরে যেতে বলা হচ্ছে। এ কারণে এরই মধ্যে আতঙ্কে অনেক প্রশিক্ষিত ও শিক্ষিত আফগান নারী দেশ ছেড়ে পালিয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই আফগান নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরে যাওয়ার ঘোষণা এলো।

আফগান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্র সব নারী কর্মচারীকে নিয়মিত কাজে যোগ দেওয়ার আদেশ দিয়েছেন।

ওই বিবৃতিতে তিনি আরও জানান, নারীরা তাদের দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না।

১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর নিজেদের মৌলিক পরিষেবাগুলি পুনঃ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান যোদ্বারা।

এদিকে, তালেবান যোদ্বারা দেশ দখলের পর ভয় আর আতঙ্কে হাজার হাজার নারী -শিশুসহ আফগান নাগরিক দেশ ছাড়তে ভিড় করছেন কাবুল বিমানবন্দরে। বৃহস্পতিবার পর্যন্ত সেখান থেকে লোকজন সরিয়ে নিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ।

সূত্র: সমকাল
এম ইউ/২৮ আগস্ট ২০২১

Back to top button