ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি
নয়াদিল্লি, ২৮ আগস্ট – অর্থের ভিত্তিতে আবারও ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে বিজেপি। কংগ্রেস, তৃণমূলসহ অন্য বিরোধীরা এর ধারেকাছেও নেই। ২০১৯-২০ অর্থবছরের ইলেক্টোরাল বন্ডের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, দলগুলোর মোট আয়ের ৭৫ শতাংশই বিজেপির দখলে। কংগ্রেসের হাতে মাত্র নয় শতাংশ।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নিয়মিত নজরে রাখে, কোন দলের তহবিলে কত অংকের ইলেক্টোরাল বন্ড জমা পড়ল। দলগুলোকেও তহবিলে জমা অর্থের পরিমাণ ঘোষণা করতে হয়।
বিভিন্ন ব্যবসায়ী এবং সংস্থার পক্ষ রাজনৈতিক দলগুলোকে যে সাহায্য পাঠানো হয়, তা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমেই পাঠাতে হয়। ২০১৯-২০ অর্থবছরে বিজেপির আয় ছিল তিন হাজার ৬২৩.২৮ কোটি রুপি, যা আগের বছরের চেয়ে প্রায় দেড়গুণ। সেখানে এ অর্থবছরে কংগ্রেসের আয় ছিল মাত্র ৬৮২ কোটি রুপি। ২০১৯-২০ অর্থবছরে কংগ্রেসের আয় বাড়ার বদলে প্রায় ২৫ শতাংশ কমেছে।
শুধু আয়ের ভিত্তিতে নয়, খরচের ক্ষেত্রেও অন্য দলগুলোকে টেক্কা দিয়েছে বিজেপি। রাজনৈতিক দলগুলো প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ইলেক্টোরাল বন্ড ভেঙে কাজে লাগিয়েছে। যেখানে বিজেপি একাই খরচ করেছে এক হাজার ৬৫১ কোটি রুপি। এরমধ্যে তাদের খরচের প্রধান খাত নির্বাচনী প্রচার। এছাড়া দলীয় প্রচার ও দলের প্রশাসনিক ব্যয়ও রয়েছে এগিয়ে।
খরচের খতিয়ানে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তাদের তহবিলে আসা টাকার মধ্যে ৯৯৮ কোটি রুপির কিছু বেশি খবর করা হয়েছে, যা তাদের রোজগারের চেয়ে অনেকটা বেশি। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা খরচ করেছে ১০৭ কোটি রুপি।
বিজেপির এমন আয় বৃদ্ধি নিয়ে ইতোমধ্যে দলটিকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশবাসীর উদ্দেশে তার প্রশ্ন, বিজেপির রোজগার তো ৫০ শতাংশ বেড়েছে। আর আপনাদের?
সূত্র: সমকাল
এম ইউ/২৮ আগস্ট ২০২১