দক্ষিণ এশিয়া

পাঞ্জশির নিয়ে সমঝোতায় আসলো তালেবান

কাবুল, ২৮ আগস্ট – অবশেষে আফগানিস্তানের অপরাজেয় পাঞ্জশির উপত্যকা নিয়ে সমঝোতার পথেই হাঁটল তালেবান।

তাজিক দুর্গখ্যাত পাঞ্জশির দখলে শত শত যোদ্ধা পাঠিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার পর আলোচনার কৌশল নেয় তালেবান। আফগানিস্তানে এই প্রথম আহমেদ মাসুদের সঙ্গে কোনো তালেবান প্রতিনিধিদলের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো।

আফগানিস্তানের জাতীয় বীর, পাঞ্জশিরের বাঘখ্যাত সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে আলোচনায় বসে তালেবান।

আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া জানায়, মাসুদের সঙ্গে আলোচনা করার জন্য কাবুল থেকে তালেবানের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে ছুটে গিয়েছিল।

সাবেক আফগান সংসদ সদস্য আব্দুল হাফিজ মানসুরের বরাত দিয়ে বার্তা সংস্থা আওয়া জানায়, আপাতত পাঞ্জশির আহমেদ মাসুদের নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণেই থাকছে।

১৯৯৭ সালে তালেবানের হামলায় সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবারের বৈঠকের আগে তালেবান হুমকি দিয়েছিল, আহমেদ মাসুদের সঙ্গে আলোচনায় সমঝোতা অর্জিত না হলে বলপ্রয়োগ করে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করা হবে। কিন্তু মাসুদ প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তিনি ওই উপত্যকার নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেবেন না।

তিনি বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে লড়াই করার জন্য তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ আগস্ট ২০২১

Back to top button