ম্যানসিটির হাতে বিধ্বস্ত আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল ম্যানচেস্টার সিটি। তুলে নিল দাপুটে এক জয়। যে জয়ের সুবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি থাকল টেবিলের শীর্ষে আর আর্সেনাল চলে গেল টেবিলের তলানিতে।
শনিবার ঘরের মাঠ ইতিহাদে ৫-০ ব্যবধানে জয় তুলে নেয় পেপ গার্দিওলার সিটি। তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট তাদের। অন্যদিকে আর্সেনাল হারল নিজেদের প্রথম তিন ম্যাচেই। ১৯৫৪ সালের পর এই প্রথম গানাররা লিগের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের তেতো স্বাদ পেল।
এদিন ম্যাচের ১২ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়া আর্সেনাল ৩৫ মিনিটে আরো বড় ধাক্কা খায়। জোয়াও ক্যান্সেলোকে ট্যাকেল করতে গিয়ে লাল কার্ড দেখেন গ্রানিট শাকা। ফলে ১০ জনের দলে পরিণত হয় দলটি। পরে তাদের জালে আরো তিন গোল দেয় স্বাগতিকেরা।
সিটি অধিনায়ক ইলকাই গিনদোয়ান ৭ মিনিটেই এগিয়ে দেন দলকে। ১২ মিনিটে ফেররান তরেস ব্যবধান দ্বিগুণ করেন। ৪৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন তরেস। মাঝে ৫৩ মিনিটে রদ্রি জাল খুঁজে নেন।
নতুন মৌসুমে একজন গোল স্কোরারের খোঁজে ছিলেন পেপ গার্দিওলা। হ্যারি কেইনকে দলে ভেড়াতে চাইলেও ব্যর্থ হয় সিটি। এরপর ক্রিস্তিয়ানো রোনালদোকে কেনার কাছাকাছি থাকলেও সেটিও ব্যর্থ হয়। তবে কেইন-রোনালদোকে না পেলেও গোল নিয়ে গার্দিওলাকে আপাতত নির্ভার রাখতে পারছেন শিষ্যরা।
⭐️⭐️⭐️⭐️⭐️ – @ManCity #MCIARS pic.twitter.com/n1vzzfeNBD
— Premier League (@premierleague) August 28, 2021
সূত্র : দেশ রূপান্তর
এম এস, ২৮ আগস্ট