উত্তর আমেরিকা

আফগানিস্তানে খরায় হুমকির মুখে ৭০ লাখ মানুষের জীবিকা: জাতিসংঘ

নিউ ইয়র্ক, ২৮ আগস্ট – আফগানিস্তানে ক্রমবর্ধমান খরা দেশটির ৭০ লক্ষ মানুষের জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। হুমকি মুখোমুখি যারা হয়েছেন, তাদের বেশির ভাগই প্রধানত কৃষি ও পশুপালনের সঙ্গে যুক্ত। খবর বিবিসির।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল কিউ ডংগু এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, আজকের মানবিক সংকটে কৃষক ও পশুপালকদের অবশ্যই ভুলে যাওয়া উচিত নয়। খরার প্রভাব এবং সামনের মাসগুলোতে আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে আরও খারাপ অবস্থা মোকাবেলায় এখন জরুরি কৃষি সহায়তা গুরুত্বপূর্ণ।

ডংগু বলেন, যদি আমরা তীব্র খরা দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে ব্যর্থ হই তাহলে বিপুল সংখ্যক লোক তাদের খামার ত্যাগ করতে এবং বাস্তুচ্যুত হতে বাধ্য হবে। এটি খাদ্যনিরাপত্তা এবং আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য আরেকটি হুমকি।
উল্লেখ্য, মারাত্মক খরা, কোভিড-১৯ সম্পর্কিত অর্থনৈতিক প্রভাব এবং ব্যাপক বাস্তুচ্যুতি আফগানিস্তানের গ্রামীণ জনগোষ্ঠীকে বিপদে ফেলেছে। বিশেষ করে কৃষক ও পশুপালকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরাই আফগান অর্থনীতির মেরুদণ্ড।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৮ আগস্ট ২০২১

Back to top button