মোস্তাফিজকে সামলানোর পথ খুঁজছে নিউ জিল্যান্ড
ঢাকা, ২৮ আগস্ট – অ্যাস্টন আগারকে যে প্রশ্নটা করে হয়েছিল সেটা যদি নিউ জিল্যান্ড কোচ গ্লেন পোকনালকে করা হতো তাহলে একই রকম উত্তর পাওয়া যেত! ‘মোস্তাফিজুর রহমান দ্রুতগতির স্পিনার নাকি ধীর গতির পেসার।’ আগার উত্তর দিয়েছিলেন, ‘ও দুর্বোধ্য বোলার।’
গ্লেন পোকনালের কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল, দুর্বোধ্য মোস্তাফিজকে সামলানোর উপায় কি হতে পারে? উত্তরে কিউই কোচ যা জানালেন তা অপ্রত্যাশিত ছিল না মোটেও, ‘মোস্তাফিজ অস্ট্রেলিয়া সিরিজে অবিশ্বাস্য বোলিং করেছে। তার বল ছোঁড়ার দৃশ্যও চোখকে আরাম দেয়। আমি মনে করি অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়দের মতোই সে আমাদের জন্য হুমকি। আমাদের তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আক্রমণ করতে হবে। ম্যাচে কিভাবে তাকে সামলাবো সেই পথ খুঁজছি। চাপ তৈরি করে, ভিন্ন কিছু করে তার বিপক্ষে ভালো করতে হবে।’
নিউ জিল্যান্ডের সামনে যে চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়া সেই চ্যালেঞ্জ উতরাতে পারেনি। পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে মোস্তাফিজ বড় ধাঁধা হয়ে ছিলেন। তাকে সামলাতে রীতিমত হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা।সিরিজে ১০২ বল করেছিলেন। তার ৫৮ বলই ছিল ডট। রান দিয়েছে মাত্র ৬০। পরিসংখ্যানই বলে দেয়, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর কতটা দোর্দন্ড প্রতাপ দেখিয়েছেন।
নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বাঁহাতি পেসার বড় হুমকি তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য প্রস্তুতিতে কমতি রাখেনি নিউ জিল্যান্ড। বাংলাদেশে আসার আগে মাউন্ট মাঙ্গানিউতে বাংলাদেশের মতো কন্ডিশন তৈরি করে ক্যাম্প করেছে কিউইরা। গ্লেনের বিশ্বাস প্রস্তুতির সবটুকু উজার করে দিতে পারবে তার শিষ্যরা,‘সময় বলে দেবে আমাদের কেমন সুযোগ আছে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের একাধিক ক্যাম্প হয়েছে নিউ জিল্যান্ডে। সেখানে আমরা এ ধরণের কন্ডিশন অনুযায়ী অনুশীলন করেছি। ওভালে দুই দিনের অনুশীলন করেছি যা আমাদেরকে ভালো প্রস্তুতির সুযোগ করে দিয়েছে। আমরা প্রস্তুতিতে ঘাটতি রাখিনি। মাঠে নেমে আমাদেরকে পারফর্ম করতে হবে যেন বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু পেতে পারি।’
অস্ট্রেলিয়া সিরিজের উইকেটই দেয়া হবে অতিথিদের। তবে নিউ জিল্যান্ড কোচ গতিময় ও বাউন্সি উইকেটের প্রত্যাশায় আছেন, ‘ইতিহাস বলছে এখানকার উইকেট স্পিন সহায়ক, ধীরগতির। অস্ট্রেলিয়া সিরিজ আমাদের ইউটিউবে দেখার সুযোগ হয়েছিল। উইকেট তেমনই ছিল। আমরা এমন উইকেটে অভ্যস্ত নই। তবে গতিময় ও বাউন্সি উইকেট পেলে আমরা খুশি হবো।’
সূত্র : রাইজিংবিডি
এম এস, ২৮ আগস্ট