ঢালিউড

অপ্রীতিকর কিছু পেলে বিভ্রান্ত হবেন না: মাহি

ঢাকা, ২৮ আগস্ট – ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব। নিয়মিত পোস্ট করে নিজের অবস্থান জানান দেন। কিন্তু হঠাৎ করেই তার ভেরিফায়েড ফেইসবুক পেজটি বেহাত হয়ে যায়। গতকাল (২৭ আগস্ট) রাত থেকেই এটি তার নিয়ন্ত্রণে নেই বলে জানান মাহি।

মাহিয়া মাহি বলেন, ‘গতকাল রাত থেকে পেজে আর ঢুকতে পারছি না। মনে হচ্ছে হ্যাক করা হয়েছে। পেজটি উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে হ্যাকার কোনো অপ্রীতিকর কিছু পোস্ট করলে বিভ্রান্ত না হওয়ার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের অনুরোধ করছি। আজকের মধ্যে পেজটি ফেরত না পেলে থানায় জিডি করবো।’

এর আগেও একবার মাহির ফেইসবুক পেজ হ্যাক হয়েছিল। তখন মাহি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তার ফেসবুক পেজ ভূত চালায়। মাহিয়া মাহি বর্তমানে ‘মাফিয়া’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

এম এস, ২৮ আগস্ট

Back to top button