ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ঢাকা, ২৮ আগস্ট – সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নয় হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে আরও ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১৪ জন ঢাকার এবং ৫১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত নয় হাজার ৫৬৯ জনের মধ্যে চলতি মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ছয় হাজার ৯১১ জনের। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৭২১ জন ঢাকার বাইরের।
গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৯ জন মারা গেছেন।
বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ৯৬৭ জন ও ঢাকার বাইরে ১৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/২৮ আগস্ট ২০২১