ক্রিকেট

রবিনসনের তোপে উড়ে গেল ভারত

লন্ডন, ২৮ আগস্ট – প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করলো ভারত। কিন্তু পরাজয় এড়াতে পারল না লিডসে।

পেসার রবিনসনের তোপে চতুর্থ দিনের সকালের সেশনে স্রেফ উড়ে গেল টিম ইন্ডিয়া। ২ উইকেটে ২১৫ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করেছিল ভারত। মাত্র ১৯.৩ ওভারে শেষ ৮ উইকেট হারায় অতিথিরা। ৬৩ রান যোগ করতেই শেষ তাদের ব্যাটিং প্রতিরোধ।

ডানহাতি পেসার রবিনসন ক্যারিয়ার সেরা ৬৫ রানে ৫ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং অর্ডার। শেষ দিকে ওভারটনের পকেটে যায় ২ উইকেট। ইনিংস এবং ৭৬ রানের জয়ে ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাল।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে বিজয়ের পতাকা উড়িয়েছিল ভারত। তৃতীয় টেস্টে দারুণ জয়ে ঘুরে দাঁড়াল জো রুটের দল।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ আগস্ট

Back to top button