মাদক কেলেঙ্কারিতে রাকুল, রানা দাগুবতীকে তলব
হায়দ্রাবাদ, ২৮ আগস্ট – মাদক কেলেঙ্কারিতে দক্ষিণী সিনেমার ১০ তারকাকে সমন পাঠিয়েছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর বাস্তবায়ন অধিদপ্তর (ইডি)। সেই তালিকায় নাম রয়েছে রাকুল প্রীত সিং, রানা দাগুবতী, রবি তেজা, চার্মি কাউর, পরিচালক পুরী জগন্নাথের মতো তারকাদের। এরমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা আলাদা দিনে তাদের ডেকে পাঠিয়েছে ইডি।
জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য রাকুলকে আগামী ৬ সেপ্টেম্বর হাজির থাকতে বলেছে ইডি। রানাকে ৮ সেপ্টেম্বর, রবি তেজাকে ৯ আর পুরী জগন্নাথকে ৩১ আগস্ট ডেকে পাঠিয়েছে তারা। চার বছর আগে মাদক পাচার আর সেবনের এই মামলা করেছিল তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ।
১২টি মামলা আর ১১টা চার্জশিট ফাইল করেছিল তারা। চার্জশিটে আটজন মাদক সরবরাহকারীর নাম উল্লেখ ছিল। এখন তদন্তে দক্ষিণের কিছু তারকার নামও উঠে এসেছে। তদন্তে আরও কত তারকার নাম উঠে আসে, তা আগামী দিনে দেখা যাবে।
এন এইচ, ২৮ আগস্ট