জাতীয়

জিয়ার কবর ও মরদেহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ: ফখরুল

ঢাকা, ২৮ আগস্ট – চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর ও মুক্তিযুদ্ধ নিয়ে নিম্নমানের মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জিয়ার কবর ও মরদেহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কুরুচিপূর্ণ। কবর সরিয়ে নেওয়ার বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত করেছে।

শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, জনগণের দৃষ্টি নির্বাচন থেকে ভিন্ন খাতে নিতেই তাদের এই নীল নকশা। এছাড়া আন্দোলন ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।

টিকা দিয়ে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ আগস্ট

Back to top button