দক্ষিণ এশিয়া

আফগানিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, ১৮ জন নিহত

কাবুল, ২৫ অক্টোবর- আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে থাকে।

আরও পড়ুন: এবার ভারতের সেনা ক্যান্টিনে পাওয়া যাবে না কোনো চিনা সামগ্রী

বিবিসি প্রতিবেদনে জানিয়েছে বলছে, আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটির দায় তালেবানরা অস্বীকার করেছে। এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

হামলা প্রসঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রবেশের চেষ্টা করেন। প্রহরিরা তাকে হামলাকারী হিসেবে চিহ্নিত করার পর বিস্ফোরণ ঘটিয়ে দেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ অক্টোবর

Back to top button