জাতীয়
নাগপুরে আটকে পড়া ১২৪ যাত্রী ঢাকায়
ঢাকা, ২৮ আগস্ট – ভারত থেকে দেশে ফিরেছেন বিমানের ১২৪ জন যাত্রী।
শনিবার (২৮ আগস্ট) রাত ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফেরার সময় পাইলট হার্ট অ্যাটাক করায় ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানের ফ্লাইট। এসময় ফ্লাইটটিতে ১২৪ জন যাত্রী ছিলেন।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৮ আগস্ট