সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু

সাতক্ষীরা, ২৭ আগস্ট- সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন একজন।

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬৩২ জনের মৃত্যু হলো।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীরা হলেন- আবদুস সালাম (১৮), সরবানু (৮০), আশুতোষ সেন (৭৫), আবদুর রউফ (৭০) ও শওকত আলী (৭৫)।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী সাহেরা খাতুন (৭০) মারা গেছেন।

এদিকে, সাতক্ষীরায় কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button