দক্ষিণ এশিয়া

পাকিস্তানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

ইসলামাবাদ, ২৭ আগস্ট – পাকিস্তানের করাচিতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ৩ তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত। কারখানার দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়। আগুন লাগার সময় কারখানার অধিকাংশ জানালা ও ছাদের দরজা বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ জানিয়েছেন, কারাখানায় ঢোকা এবং বের হওয়ার একটাই পথ। অগ্নিকাণ্ডের সময় ছাদের দরজাও বন্ধ ছিল। সে কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে দেশটির একটি পোশাক কারখানায় আগুন লেগে ২৬০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছিলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ আগস্ট ২০২১

Back to top button