উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ফের করোনা পরিস্থিতি ভয়াবহ, একদিনে ১২০০ প্রাণহানি

ওয়াশিংটন, ২৭ আগস্ট – মহামারি করোনার প্রকোপে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১২০০ এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আর প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ায়। গত একদিনে সবচেয়ে বেশি ২৭৫ জনের মৃত্যু হয়েছে টেক্সাসে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৯৫৬ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ২ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৮৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৭৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৬০৫ জনের।

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/২৭ আগস্ট ২০২১

Back to top button