এই অবস্থায় ক্রিকেট খেলতে পারাই বড় ব্যাপার: সোহান
ঢাকা, ২৭ আগস্ট – করোনার কালো থাবায় সারাবিশ্বের জন-জীবন বিপন্ন প্রায়! এরপরও মাঠে ফিরেছে সময়ের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। স্বাস্থ্যবিধি মেনে খেলাটা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। আর এই খেলতে পারাটাকেই অনেক কিছু মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষে শুক্রবার অনুশীলনে নামে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। সতীর্থদের সঙ্গে এদিন নিজেকে ঝাঁলিয়ে নেন সোহানও।
অনুশীলন শেষে এই উদীয় ক্রিকেট তারকা সাংবাদিকদের দেয়া এক সাক্ষারকারে তিনি বলেন, ‘বায়ো-বাবলে থাকা একটু কঠিন। তবে এটার সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া উচিত। সত্যি বলতে, সবাই এটা করছেও। আমরা সবশেষ দুটি সিরিজ বায়ো-বাবলে ছিলাম। তারপর একটা রিফ্রেশড হয়ে সবাই আবার আত্মবিশ্বাস নিয়ে প্র্যাকটিসে এসেছে।’
তিনি আরও বলেন,‘আমার কাছে মনে হয় যে, এই পরিস্থিতিতে আমরা ক্রিকেট খেলতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। আমার মনে হয় সবাই মানিয়ে নিয়েছে। ভবিষ্যতে আরো ভালো হবে।’
সূত্র : ঢাকাটাইমস
এম এস, ২৭ আগস্ট