মধ্যপ্রাচ্য

তালেবানের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করলেন এরদোয়ান

আঙ্কারা, ২৭ আগস্ট – কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শুক্রবার (২৭ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

এরদোগান জানান, কাবুলে তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে তুরস্ক। কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য তুরস্ককে তালেবান যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।

তিনি বলেন, আমরা তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছি। বৈঠকটি চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা।প্রয়োজন হলে, আরও আলোচনা করা হবে বলেও জানান এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য একটি অনুরোধ করেছে। তবে এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। কেননা সেখানে সবসময় মৃত্যু এবং দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা আফগানিস্তান ছাড়ায় দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

সূত্র : আরটিভি
এম এস, ২৭ আগস্ট

Back to top button