ঢাকা

রাজধানীতে বিডিবিএল ভবনে ভয়াবহ আগুন

ঢাকা, ২৫ অক্টোবর- রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

রোববার সকাল ৬টা ৫০ মিনিটে ভবনটির ১৮ তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ‘সকাল ৬টা ৫০ মিনিটে বিডিবিএল ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আরও পড়ুন: সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবির সাবেক শিক্ষার্থী নিহত

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনের পেছন দিক থেকে আগুনের শুরু। ভবনে থাকা একটি অফিসের কর্মী জানান, অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) পুড়ে গেছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ভবনের পেছন দিকে বেশ কিছু ডিশের তার রয়েছে। সেখান থেকেই আগুন লাগতে পারে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৫ অক্টোবর


Back to top button